আজকে আমাদের আলোচনার বিষয় পেশা সম্পর্কে ধারণা ও সংজ্ঞা
পেশা সম্পর্কে ধারণা ও সংজ্ঞা
পেশা সম্পর্কে ধারণা ও সংজ্ঞা
ক্যারিয়ার (Career) ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে পেশা বা অগ্রগতি বা চাকরিজীবনের ধারা। পেশা বলতে বুঝায় বিশেষায়িত জ্ঞাননির্ভর কোনো কাজ বা বৃত্তিকে। কোনো ব্যক্তি জীবনব্যাপী অগ্রগতি লাভে জন্য কোন কর্ম বা চাকরি গ্রহণ করলে তা ঐ ব্যক্তির পেশা হিসেবে গণ্য হবে।
পেশার উন্নয়ন বলতে বুঝায় নির্দিষ্ট কর্মের জন্য জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যের উন্নয়ন। ডাক্তারি, প্রকৌশলী, অধ্যাপনা,চাটার্ড একাউন্টেন্ট, ব্যবস্থাপনা, সরকারি প্রশাসন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদিকে বিভিন্ন ব্যক্তিবর্গ ক্যারিয়ার বা পেশা হিসাবে গ্রহণ করে থাকেন।
David A. Decenzo S.P Robbins 4, “A Career is the pattern of work-related experiences that span the course of a person’s life. Any work, paid on upaid, pursuade over an extended period of time, can constitute a career. অর্থ্যাৎ, ক্যারিয়ার হচ্ছে কার্যসম্পর্কিত অভিজ্ঞতার কাঠামো যা কোনো ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়ব্যাপি বিস্তৃত। পরিশোধ্য ও অপরিশোধ্য যে কোনো কাজ একটি বর্ধিত সময়ব্যাপি চলতে থাকলে তা ক্যারিয়ার গঠন করে।

ক্যারিয়ার বা পেশার সংজ্ঞা দিতে দিয়ে Douglas T. Hall বলেন, “The Careeris the individually perceived sequence of attitudes and behaviors associated with work-related experinces and activities over the span of the person^’s life. অর্থাৎ, কোনো ব্যক্তির জীবনব্যাপি তাঁর কার্যসম্পর্কিত অভিজ্ঞতা ও কার্যক্রমের সঙ্গে ব্যক্তির মনোভাব এবং আচরণকে বোধগম্য ধারায় সম্পৃক্ত করাকে ক্যারিয়ার বলে ।
Prof R.W. Griffin-এর ভাষায়, “A person’s career is the set of work-related experiences, behaviors and attitudes encountered throughout working life. অর্থাৎ, সমস্ত কর্মজীবনকে ঘিরে কোনো ব্যক্তির কার্যসম্পর্কিত অভিজ্ঞতা, আচরণ এবং মনোভাব প্রতিষ্ঠা করাকে ক্যারিয়ার বলে।
Werther and Kenith Davis 4, “A career consists of all the jobs held during one’s working life.” অর্থাৎ, “কোনো ব্যক্তির কর্মজীবনব্যাপি যে সব পদে অধিষ্ঠিত হয় সেসব নিয়ে ক্যারিয়ার গঠিত হয়। সুতরাং ব্যক্তিগত ও সাংগঠনিক চাহিদার আলোকে কর্মজীবনের অগ্রগতির ধারাবাহিক ও অবিরাম প্রচেষ্ঠাকে ক্যারিয়ার বা পেশা উন্নয়ন বলে ।
আরও দেখুন :